বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট ৫ তারিখে, চিঠি পৌঁছালো কাউন্সিলরদের কাছে

বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট ৫ তারিখে, চিঠি পৌঁছালো কাউন্সিলরদের কাছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৩রা সেপ্টেম্বর : বনগাঁ পৌরসভা অনাস্থা ভোট নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পরে হাইকোর্টের নির্দেশে আগামী ৫ তারিখে অনাস্থা ভোটের দিন ঠিক করে কাউন্সিলরদের কে চিঠি পাঠালেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট l গত ১৬ ই জুলাই বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট নিয়ে গন্ডগোলের পরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পক্ষ থেকেই পৌরবোর্ড তাদের বলে দাবি করা হয় l বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ডিসটিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় আস্থা ভোট কোরবার নির্দেশ দেয় l হাইকোর্টের নির্দেশে আগামী ৫ তারিখ সকাল ১১ টায় অনাস্থা ভোট করবার জন্য বনগাঁ পৌরসভার কাউন্সিলর দেখে চিঠি পাঠান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট l যদিও ২২ আসনের বনগাঁ পৌরসভায় সংখ্যাতত্ত্বের বিচারে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের ১৩ কংগ্রেসের ১ কাউন্সিলরের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস পৌরবোর্ড তারাই করবেন বলে দাবি করছেন তৃণমূলের কাউন্সিলর দিপালী বিশ্বাস l অন্যদিকে বিজেপির কাউন্সিলর সোমাঞ্জনা মুখার্জি মুন্সি দাবি করেন ১৬ ই জুলাই এর অনাস্থা ভোটে তারাই সংখ্যাগরিষ্ঠ ছিল তার পরবর্তীতে যা ঘটেছে বনগাঁ সাধারন মানুষ জানেন l ৫ তারিখ যা হবে তা ভগবানই জানেন l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top