নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি,৩রা সেপ্টেম্বর :ফিল্মি কায়দায় অপারেশন নিউ জলপাইগুড়ি থানার পুলিশের।ফুলবাড়ির টোল ট্যাক্স এর সামনে অস্ত্র হাতে ফিল্মি একশন পুলিশের।বড়োসড়ো ডাকাতির ছক বানচাল।বিহার থেকে শিলিগুড়িতে এসে অপরাধ ঘটাতে আসা চার জন দুষ্কৃতী পুলিশের জালে।চার দুষ্কৃতীর হেফাজত থেকে উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র।দুষ্কৃতীরা একটি গাড়ি করে বিহার থেকে শিলিগুড়ির অভিমুখে আসছিল ফুলবাড়ী হয়ে।গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফিল্মি একশন পুলিশের।চারটি গাড়ি দিয়ে ঘিরে ধরা হয় দুষ্কৃতী দের গাড়ি।এরপর অস্ত্র তাক করে ধরে এক এক করে গাড়ি থেকে নামানো হয় দুষ্কৃতীদের।বড়সড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।ধৃতরা কোচবিহার জেলার। ধৃতদের নাম সামিম রহমান, নিবাস বর্মন, হিতেন রায়, বিপ্লব বর্মন, প্রতেকের বাড়ি কুচবিহারের দিনহাটায়।
ফিল্মি কায়দায় অপারেশন পুলিশের, পুলিশের জালে চার জন দুষ্কৃতী
ফিল্মি কায়দায় অপারেশন পুলিশের, পুলিশের জালে চার জন দুষ্কৃতী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram