নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,৩রা সেপ্টেম্বর : প্রেমিক সহ ঘরের মধ্যে ধরা পড়লেন এক গৃহবধূ। ধরা পড়ে যাওয়ার পর জা ও ভাসুরের উপর হামলা দুজনের। তারপর তাদের তুলে দেওয়া হয় সোনারপুর থানার পুলিশের হাতে। দুজনকেই গ্রেপ্তার করল পুলিশ। তাদের আজ বারুইপুর আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
সোনারপুর থানার মালঞ্চ এলাকার বাসিন্দা পেশায় ওলাচালক তপন সাউ এর সাথে মাত্র এক বছর আগে প্রেম করে বিয়ে হয় মৌসুমীর। মৌসুমি পেশায় টেলিকলার। বছর ঘুরতে না ঘুরতেই স্বামীর বন্ধু সুভাস দাসের প্রেমে পড়ে মৌসুমি। স্বামী রাতেরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন সেই সুযোগে প্রেমিক কে বাড়িতে ডেকে নেয় সে। রাতের বেলা বাথরুমে যান তপনের দাদা স্বপন সাউ। বাড়ির বাইরে চটি দেখে তার সন্দেহ হয়। তিনি ভাবেন যে বাড়িতে কোনো চোর ঢুকেছে। সাথে সাথেই স্ত্রী কেও ডাকেন। স্ত্রী ডাকেন মৌসুমীকেও। মৌসুমীও চোর খোঁজার ভান করেন। তারপর তার খাটের তলা থেকে উদ্ধার হয় সুভাস। এই ঘটনায় তপন সাউ ও মৌসুমীর মায়ের অভিযোগের ভিত্তিতে দুজনকেই গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ।