নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৩রা সেপ্টেম্বর : খিদিরপুর হাইডরোড পোর্ট কলোনিতে একেবারে গরিব ঘরের দুটি বাচ্চা একজনের নাম জেসিকা খান আরেকজনের মোহাম্মদ ইজাজ উদ্দিন ।অত্যন্ত গরীব ঘরের ছেলে মেয়ে একসঙ্গে ডান্স টিচার এর কাছে ডান্স প্র্যাকটিস করে ।মাঝেমধ্যেই স্কুল থেকে ফেরার সময় অথবা ফাঁকা সময় রাস্তায় জিবনাসটিক করতে থাকে। বহুবার বাবা-মার কাছে বকা খেয়েছে তার জিবনাসটিক এর জন্য ।এমনকি ডান্স টিচার তাদেরকে বহুবার বকাবকি দিয়েছে রাস্তাঘাটে না করার জন্য যদি কোন রকম ভাবে আঘাত লেগে যায় তার জন্যই। সবাই বারণ করত রাস্তায় জিবনাসটিক না করতে। কিন্তু তাদের ডান্স টিচার একদিন খেয়াল করলো যে ডান্স এর মধ্যে তারা খুব সুন্দর জিবনাসটিক করতে পারে। কোন কিছু না ভেবেই দুজনের বেশকিছু জিবনাসটিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় এবং তারপরেই সেই ভিডিও হয়ে যায় ভাইরাল ।খুব কম সময়ের মধ্যেই দুটি বাচ্চা সেলিব্রেটি হয়ে যায় পাড়ার লোকেদের কাছে। তারপর থেকেই সেই ভিডিও দেখে অলিম্পিয়ান নাদিয়া টুইট করেন । তারপরেই মিডিয়ার আনাগোনা ,বাড়িতে অত্যন্ত কষ্টের মধ্যে দুটি বাচ্চা ছোট থেকে বড় হওয়া। পরিবারের লোকজনের বক্তব্য যদি সরকার আমাদের বাচ্চাদের পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তো আমাদের বাচ্চারাই ভারতবর্ষের হয়ে কিছু করতে পারে।
জেসিকা খান ও মোহাম্মদ ইজাজ উদ্দিন এখন সেলিব্রেটি
জেসিকা খান ও মোহাম্মদ ইজাজ উদ্দিন এখন সেলিব্রেটি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram