নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৪ ঠা সেপ্টেম্বর :দিনে দুপুরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নং ওয়ার্ডের।
জানা যায়, ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা দেবাশিষ দেব এদিন সকালে পরিবার নিয়ে কলকাতায় গিয়েছিলো তার কলেজ পড়ুয়া মেয়ের সাথে দেখা করতে। সেই সুযোগে দেবাশিষ দেবের বাড়িতে দুঃসাহসিক চুরি করে দুষ্কৃতকারীরা। পরে সন্ধ্যাবেলায় বাড়ির পরিচারিকা কাজে এসে দেখতে পায় বাড়িতে চুরি হয়েছে। তখনই বিষয়টি ফোনে গৃহকর্তা দেবাশীষ দেব কে জানায় ওই পরিচারিকা। পরে বাড়িতে এসে দেখেন লক্ষাধিক টাকার সোনার গহনা সহ কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতকারীরা। পরে ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।তবে দিনে দুপুরে শহরের বুকে চুরির ঘটনায় রিতিমত আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী।