নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৪ ঠা সেপ্টেম্বর : বসিরহাট মহকুমা হাসনাবাদ থানা ভেবিয়া চৌমাথা নারকেলতলা গ্রামের ঘটনা বছর ১৭ একাদশ শ্রেণীর ছাত্রী গত তিন মাস ধরে বসিরহাট থানার তেতুলতলা গ্রামের বছর আঠাশের যুবক সাইফুদ্দিন মোল্লার সঙ্গে মোবাইল ফোনের মধ্যে পরিচয় হয়। তারপর থেকে একাধিক জায়গায় তাদের আলাপচারিতা। প্রেম-ভালোবাসা মোবাইল ফোনে কথা ।সব মিলিয়ে জমে উঠেছে ভালোবাসা।
পরিণতি একাদশ শ্রেণির ছাত্রী আজ বুধবার বারোটা নাগাদ নিজের বাড়ির কাঠের ঘরে জাল বোনার দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। ছাত্রীর দাদা রবিউল গাজী ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় তাকে উদ্ধার করে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা স্থানান্তরিত বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পেশায় সেলাই মিস্ত্রি যুবক সাইফুদ্দিন তার ঘনিষ্ঠ মেলামেশাকে অশ্লীল ছবি ও অডিও ফেসবুক ওয়াটস্যাপ ইউটিউবে ছড়িয়ে দেয় বলে অভিযোগ ।সেই লজ্জায় পিফা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী আত্মহত্যা করার চেষ্টা করে।
ছাত্রীর দাদা রবিউল গাজী বলেন আমার বোনকে স্কুলে যাওয়া আসার পথে খুব উত্ত্যক্ত করতো সাইফুদ্দিন। দীর্ঘদিন ধরে আমরা বারবার বলা সত্ত্বেও যুবক শোনেনি ।যুবক সাইফুদ্দিনের কুরুচিকর ঘনিষ্ঠ মেলামেশার। ছবি পোষ্টের জন্য আমার বোন আত্মহত্যার চেষ্টা করে। আমরাও যুবকের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি ।এই রকমই জানো আর পাঁচটা মেয়ের সঙ্গে ঘটনাতে না ঘটায়। যুবক সাইফুদ্দিন এই ঘটনার পরে বাড়ি থেকে পালিয়ে যায়। ছাত্রী অবস্থা আশঙ্কাজনক ।তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।
.