দিলীপ ঘোষকে দেখেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি সাঁইথিয়ার রাস্তায়

দিলীপ ঘোষকে দেখেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি সাঁইথিয়ার রাস্তায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৫ই সেপ্টেম্বর :সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের পর বাংলাতে বিজেপির পদ্ম ফুটেছে ১৮ টি। আর তারপর থেকেই ২০২১ কে লক্ষ্য করে পা এগোচ্ছে বঙ্গ বিজেপি। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আটকাতে দলে নিয়ে এসেছেন রাজনৈতিক স্ট্র্যাটেজিকার প্ৰশান্ত কিশোরকে, দলীয় নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে কর্মীদের নির্দেশ দিয়েছেন এলাকায় এলাকায় পৌঁছে জনসংযোগ বাড়াতে। আর এই জনসংযোগ বাড়ানোর কর্মসূচি তৃণমূলে থেকে পিছিয়ে নেই বিজেপিও। বিজেপির একাধিক নেতা নেত্রী দিনের পর দিন বিভিন্ন এলাকায় ছুটে চলেছেন জনসংযোগ তৈরি করতে। সে মতো গতকাল রাতেই বীরভূমে পৌঁছান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রাতে তিনি থাকেন সাঁইথিয়ার ‘বাসন্তী’ নামে একটি রেস্তোরাঁয়। তারপর আজ সকাল থেকে শুরু হয় তাঁর আগাম ঘোষিত কর্মসূচি।

বৃহস্পতিবার সাত সকালেই তিনি বেরিয়ে পড়েন রাস্তায়, যান সাঁইথিয়ার অন্যতম সতীপীঠ নন্দিকেশ্বরী তলায়। তারপর তাকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষদের সাথে কথা বলতে, কখনো আবার খবরের কাগজ হাতে কর্মীদের সাথে এবং এলাকার বাসিন্দাদের সাথে বসে থাকতে। সকাল থেকেই সাঁইথিয়া রাস্তায় দিলীপ ঘোষকে দেখার জন্য ভীড় উপচে পরে। আর দিলীপ ঘোষকে রাস্তায় হেঁটে যেতে দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সর্মথকরা জয় শ্রীরাম ধ্বনি তুলতে থাকে।দিলীপ ঘোষ আজ সকালে সাঁইথিয়ায় প্রভাতফেরিতে বেরিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে কড়া বার্তাও দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top