নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,৫ই সেপ্টেম্বর : আজ ভারতীয় রেল বোর্ডের যাত্রী পরিষেবা কমিটির ৩ সদস্যের এক প্রতিনিধি দল দুর্গাপুর স্টেশন পরিদর্শনে আসেন । পুর্ব রেলের দুর্গাপুর ছাড়াও রানীগঞ্জ , আসানসোল , জসিডি ও মধুপুর স্টেশনও পরিদর্শন করবেন তাঁরা । প্রতিনিধি দলে রয়েছেন ড: রাজীব শর্মা , কৌশল কুমার বিদ্যার্থী ও সত্যব্রত দত্ত । এই প্রতিনিধি দল এদিন গোটা স্টেশন চত্বর ঘুরে দেখেন । পরিষ্কার পরিচ্ছনতা সহ স্টেশনের পানীয় জলের ব্যবস্থা , খাবারের স্টলের পরিচ্ছন্নতা সহ যাত্রী নিরাপত্তার বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেন তাঁরা । বেশ কিছু যাত্রীদের সাথে কথাও বলেন প্রতিনিধি দলের সদস্যরা । সব খতিয়ে দেখে এই প্রতিনিধিদল সন্তুষ্ট , জানালেন সদস্য ড: রাজীব শর্মা । স্টেশন চত্বরকে সুন্দর করে রাখার জন্য স্টেশন মাস্টার সহ অন্যান্য আধিকারিকদের অভিনন্দন জানান তিনি । দুর্গাপুর স্টেশনে ২ টি চলমান সিঁড়ি রয়েছে , দুটোই ওঠার । আগামী দিনে নামার জন্যও তৈরী হবে বলে জানান ড: শর্মা । তিনি বলেন যে যাত্রী পরিষেবার গোটা বিষয়টি স্টেশন থেকে যত আয় হয় , তার ওপরেই নির্ভর করে ।
প্রসঙ্গত উল্লেখ্য গোটা দেশের নিরিখে মডেল স্টেশনের স্বীকৃতি এর আগে একাধিকবার পেয়েছে দুর্গাপুর । প্রথম দশের মধ্যে একবার ২য় ও একবার পঞ্চম স্থান দখল করে । এই কমিটির রিপোর্টের পরই এই স্বীকৃতির ঘোষনা হয় । প্রতিনিধি দল এদিনের পরিদর্শনে সন্তুষ্ট , ফলে ফের একবার প্রথম দশের মধ্যে স্থান পাওয়া নিয়ে আশায় বুক বাঁধছে দক্ষিনবঙ্গের অন্যতম গুরুত্বপুর্ন এই দুর্গাপুর স্টেশন ।