নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৫ই সেপ্টেম্বর : ভাঙ্গড়ের কাশিয়াডাঙ্গা গ্রামে এক গৃহবধূর খুনের অভিযোগ উঠল তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। মৃত মহিলার নাম শতাব্দি নস্কর বয়স ১৯ শতাব্দীর বাপের বাড়ি বারাইপুর এর কেশবপুরে বছর চারেক আগে কাশিয়াডাঙ্গা সুমিত মন্ডল এর সঙ্গে বিয়ে হয়। শতাব্দী বাপের বাড়ির লোকের অভিযোগ বছরখানেক আগে সুমিতের সঙ্গে শম্পা হালদার নামে এক মহিলার অবৈধ সম্পর্ক তৈরি হয় চম্পাহাটি কালিকাপুর তার বাড়ি ওই মহিলাকে নিয়ে প্রতিনিয়ত সংসারে অশান্তি হতো। শতাব্দি গতকাল
তিন সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি আসেন সকাল বেলা শতাব্দীর শ্বশুরবাড়ি ফোন করেন শতাব্দী বাপের বাড়িতে তাদের বলা হয় আপনাদের মেয়ে গলায় দড়ি দিয়েছে শতাব্দি কে খুন করা হয়েছে বলে অভিযোগ শতাব্দীর বাপের বাড়ির লোকেদের। ভাঙ্গড় থানার পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন মৃতার স্বামীর সুমিত মন্ডল কে আটক করেছে পুলিশ।
গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে
গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram