রায়া সাধুঃ বলিউডের আরো এক জোড়া কপোত-কপোতীকে মুকেশ আম্বানীর বাড়ির গণেশ চতুর্থীতে দেখা গেলো। একজন অ্যাশ শেরোয়ানি পরে হ্যাণ্ডসাম গুডি গুডি বয় লুকে হাজির তো আরেকজন তাঁরই বাহুলগ্না চুলখোলা চুলবুলি। তারা হলেন বি-টাউনের ‘রকস্টার’ রণবীর কাপুর এবং ‘উড়তা পাঞ্জাব’-র কুড়িয়া আলিয়া ভাট।
বেশ কিছুদিন ধরেই রণবীর-আলিয়াকে নিয়ে চলছে রীতিমত বি-টাউনে জোরদার জল্পনা। আনন্দেই কাটছে এই কাপলের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলিয়া-রণবীরের ছবি পোস্ট হতেই ব্যাপকভাবে শোরগোল পড়ে গিয়েছে। গণেশ চতুর্থীতে তাদের দুজনকে একসাথে দেখা গিয়েছে মানেই খুব তাড়াতাড়িই ‘শাদি কা লাড্ডু’ খেতে চলেছেন এই দুজনে।
গণেশ পুজোয় দেখা গেছে, কানে কানে দুজনের কথা বলা থেকে শুরু করে রণবীর যেখানেই যাচ্ছেন বাহুডোরে রয়েছেন আলিয়া। কানাঘুষোয় শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তাদের বিয়ের তোড় জোড় চলছে। তাহলে কি সত্যিই এবার গাঁটছড়াতে বাঁধা পড়তে চলেছেন আলিয়া-রণবীর?