শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁদের বদলি নীতি শিথিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁদের বদলি নীতি শিথিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৫ই সেপ্টেম্বর :বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক দিবস উপলক্ষে ছিল সমাবেশ। সরকারি কর্মচারী থেকে শিক্ষক শিক্ষিকা সকলের মনেই যখন বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ, ষষ্ঠ বেতন কমিশনের অপেক্ষা তখন মমতা বলেন, “ভুল বুঝবেন না। আমাদের আছে (টাকা) তা-ও দিচ্ছি না তা নয়। টাকা থাকলে তো দেব।” শুধু এটুকুই নয়, মমতা এদিন রাজ্যের গরিবি বোঝাতে বলেন, “আমাদের গরিবের সংসার। আপনাদের ঋণ টাকা দিয়ে শোধ করা যায় না। প্রতিকূলতার মধ্যে কাজ করছি। ইনকামের থেকে বেশি দেনা শোধ করতে চলে যাচ্ছে।
দিনের অনুষ্ঠানে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের কয়েক হাজার শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁদের উদ্দেশে মমতা বলেন, “আপনারা যে স্কুলের টিচার, ধরুন সেখানে দেখলেন অনেকজন আছেন। কিন্তু পাশেই একটা স্কুলে ছাত্র আছে অথচ সেখানে শিক্ষক নেই। আপনারা নিজেরা আলোচনা করে পাশের স্কুলে গিয়ে ক্লাসটা একটু করিয়ে দিন। এই সবটাই অ্যাডজাস্ট করে নিলেই হয়ে যায়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top