ছাত্রীরাই যখন শিক্ষিকা, তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী স্কুলের প্রধান শিক্ষিকা

ছাত্রীরাই যখন শিক্ষিকা, তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী স্কুলের প্রধান শিক্ষিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৫ই সেপ্টেম্বর : আজ ৫ই সেপ্টেম্বর, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন। এই দিনটিকে পালন করা হয় “শিক্ষক দিবস” হিসাবে। আর এই দিনটিতে সিউড়ির ডঃ শরৎচন্দ্র মুখোপাধ্যায় শিশু নিকেতন স্কুলে ছাত্রীরা হয় শিক্ষিকা, দর্শকের ভূমিকায় শিক্ষক।

এদিন সকাল থেকেই স্কুলে ছাত্রীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো, যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি। কারণ একটাই, এদিন স্কুলের শিক্ষিকার ভূমিকায় থাকবেন তাদেরই সহপাঠীরা। মাসখানেক আগে থেকেই নাম নথিভুক্ত হয়েছিল সমস্ত খুদে শিক্ষিকাদের। সমস্ত বিভাগের জন্য আলাদা আলাদা শিক্ষিকা। কেউ হলেন প্রধান শিক্ষিকা, কেউ সহকারি শিক্ষিকা, স্কুল পরিদর্শকের ভূমিকাতেও দেখা গেল খুদেদের।

হলুদ শাড়ি লাল পাড় ,এই বেশেই সকাল থেকে আসতে থাকে খুদে শিক্ষিকারা। ঠিক যেমনটি আসে তাদের শিক্ষিকারা। ছাত্র-ছাত্রীদের নাম নথিভুক্ত করা, পড়াশোনার দায়িত্ব বাদ গেল না মিড ডে মিল। সমস্ত দায়িত্ব কাঁধে নিলেন চতুর্থ শ্রেণীর ছাত্রীরা।এক ক্ষুদে শিক্ষিকার মতে আজকের দিনটি তাদের জন্য একেবারে আলাদা। আজ তারা ছাত্রীর ভূমিকা নয়, খোদ শিক্ষিকার ভূমিকায়। ছোট ছোট বোনেদের যত্নসহকারে পড়াচ্ছেন তারা। আর ছাত্রীদের এহেন আচরণে খুবই আনন্দিত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top