নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,৬ই সেপ্টেম্বর :বিদেশি জামাকাপড় সহ কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের হাতে ধৃত ৪ । ধৃতদের নাম হল সাগর ছাত্রী, গোপাল খাবাস,অরুণ তামাং, মহেশ শর্মা । ধৃতরা শিলিগুড়ির প্রধান নগর দার্জিলিং ও সিকিম রাজ্যের গ্যাংটকের বাসিন্দা। অভিযুক্তদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। জানা গেছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সেবক রোডের পায়েল সিনেমার হলের কাছে অভিযান চালায়। এই অভিযানে দামি বিদেশি জামাকাপড় ও জুতো আটক করে গোয়েন্দা বিভাগ। উদ্ধার হওয়া দ্রব্যের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৭ লক্ষ টাকা। গোয়েন্দা বিভাগ জানতে পারে অভিযুক্তরা দুটি গাড়ি করে সিকিম থেকে নাথুলা বর্ডার হয়ে শিলিগুড়ি আসছিল।
সেই সময় গোপন সুত্রে খবর থাকায় তাদের তল্লাশি চালালে বাজেয়াপ্ত হয় এই বিদেশি জামাকাপড় ও জুতো গুলি। তবে এই চক্রে বড় কোন মাথা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে রাজস্ব বিভাগ।
বিদেশি জামা কাপড় ও জুতো সহ গ্রেপ্তার চার
বিদেশি জামা কাপড় ও জুতো সহ গ্রেপ্তার চার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram