নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,৬ই সেপ্টেম্বর :দিদিকে বলো” জনসংযোগ বাড়াতে সাধারন মানুষের সাথে সাগরদীঘি, সেখদীঘি, বনেশ্বর অঞ্চলের ব্লক যুব সভাপতির উদ্যোগে পথে নামলেন তৃণমূলকর্মীরা এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষকে বোঝান দিদিকে বলো কর্মসূচির ব্যাপারে।রাজ্য সরকারের দিদিকে বলো কিছু দিনের মধ্যেই ব্যপক সাড়াও মিলেছে রাজ্য জুড়ে।সেদিকে লক্ষ রেখে শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের সাগরদীঘি, সেখদীঘি, বনেশ্বর অঞ্চলের ব্লক যুব সভাপতি কিসমত আলির নেতৃত্বে সকলেই দিদিকে বলো কর্মসুচির প্রশংসা করেন।এবং সকল জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে মিলেমিশে থাকার অনুরোধ করেন।কিসমত আলি সকল স্তরের মানুষকে নিয়ে “দিদিকে বলো”কর্মসুচীতে অংশ গ্রহন করেন।রাত্রীযাপন করেন এক কর্মীর বাড়িতে।
সকল স্তরের মানুষকে নিয়ে “দিদিকে বলো”কর্মসুচীতে অংশ গ্রহন করলেন কিসমত আলী
সকল স্তরের মানুষকে নিয়ে “দিদিকে বলো”কর্মসুচীতে অংশ গ্রহন করলেন কিসমত আলী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram