
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,৭ই সেপ্টেম্বর :দিদিকে বলো কর্মসূচিতে এবার মৎস্যজীবীদের কাছে গিয়ে জন সংযোগ করলেন নামখানার তৃনমূল নেতা শ্রীমন্ত মালি। এদিন সকালে তিনি নামখানা এলাকার বিভিন্ন ট্রলারের মৎস্যজীবীদের কাছে গিয়ে গিয়ে তাদের সমস্যার কথা শোনেন, সমাধানের আশ্বাস ও দেন। বারে বারে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিপদের মধ্যে পড়লেও কেউ মৎস্যজীবীদের কোন খোঁজ নেন না। তবে এদিন এই তৃনমূল নেতা এসে মৎস্যজীবীদের কাছে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চাওয়ায় খুশি এলাকার সাধারণ মৎস্যজীবীরা।



















