ছিনতাইয়ের পূর্বেই পুলিশের জালে তিন দুস্কৃতি

ছিনতাইয়ের পূর্বেই পুলিশের জালে তিন দুস্কৃতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা ,৭ই সেপ্টেম্বর :ছিনতাই করার আগে পুলিশের জালে তিন দুস্কৃতি। উদ্ধার একটি পাইপগান ও গুলি এবং একটি স্করপিও গাড়ি।
হাবড়া থানার পুলিশের কাছে শুক্রবার রাত এগারোটা নাগাদ খবর আসে বানিপুর হোমের মাঠের পেছনে অসামাজিক কাজের জন্য কিছু যুবক জড়ো হয়েছে সেই মত হাতে নাতে তিনজন কে গ্রেপ্তার করে পুলিশ এছাড়া বাজেয়াপ্ত করে সাথে থাকা চারচাকা গাড়িটি ।

তিনজনের কাছে তল্লাশী চালিয়ে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃত দুজন অজয় দাস এবং প্রবীর মন্ডলের বাড়ি অশোকনগর থানার রামকৃষ্ণ পল্লী এলাকায়। দুজনের বিরুদ্ধে অশোকনগর থানায় আগের একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। অপর একজন ঝন্টু দাস বাড়ি হাবড়া ডহরথুবা এলাকায়। ধৃত তিনজন কে শনিবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top