
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর ,৭ই সেপ্টেম্বর :ফের ডাইনি সন্দেহে কুপিয়ে খুন। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার তাঁতিচুয়া গ্রামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে ডাইনি সন্দেহে কুপিয়ে খুন করল কয়েকজন গ্রামবাসী। মৃতার নাম সরলা মান্ডি। জানা গিয়েছে, গতকাল রাতে বৃদ্ধা একা থাকার সুযোগ নিয়ে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বৃদ্ধাকে। সকালে বৃদ্ধার বাড়ি থেকে উদ্ধার হয় তার দেহ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই হাপন মান্ডি নামে এক যুবককে আটক করেছে গড়বেতা থানার পুলিশ। হাপন মৃতার আত্মীয় বলেই জানা গিয়েছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।



















