নিজস্ব সাংবাদদাত,মুর্শিদাবাদ,৮ই সেপ্টেম্বর :জাতীয় বিজ্ঞান পরিষদ আয়োজিত বিজ্ঞান ও বুদ্ধি মেধা পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হল খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর এই পরীক্ষা ২৯ বছরে পড়ল। শহরের ২০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন ছাত্র – ছাত্রী এদিনের পরীক্ষায় অংশ নেয়। প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এদিন পরীক্ষা দেয়। এমনটাই জানান খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল দাস।
তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে, সেগুলোর প্রাক্ প্রস্তুতি হিসাবে এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে।
শিক্ষক অমিতাভ মুখার্জি বলেন, এই পরীক্ষা সার্বিকভাবে ভবিষ্যৎ প্রস্তুতির দিকে এগিয়ে নিয়ে যায়।
আরেক শিক্ষক সঞ্জয় চৌধুরী বলেন, খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক – শিক্ষিকা, শিক্ষা কর্মীর সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠভাবে করা সম্ভব হয়েছে।