নিউজ ডেস্ক : শনিবার চাঁদে ল্যান্ডিংয়ের ২.১ কিমি আগেই বিক্রমের সাথে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। লাগাতা ল্যান্ডার বিক্রমের খোঁজ চালানোর পর অবশেষে মিলেছে খোঁজ বিক্রমের। রবিবার এমনটাই জানালেন ইসরোর প্রধান ডঃ কে শিবন।
চন্দ্রযান-২-এর অর্বিটারের পাঠানো থার্মাল ছবি থেকেই মিলল বিক্রমের সন্ধান। চন্দ্রপৃষ্ঠেই পাওয়া গিয়েছে বিক্রমকে। যদিও এখনও বিক্রমের সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা যায়নি বলে জানা গিয়েছে। ডঃ শিবন জানিয়েছেন, শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপিত করা হবে বলে মনে করা হচ্ছে।