রবিনসন স্ট্রিটের ছায়া লেকটাউন গ্রীনপার্কে, দিদির মৃতদেহ আগলে ভাই

রবিনসন স্ট্রিটের ছায়া লেকটাউন গ্রীনপার্কে, দিদির মৃতদেহ আগলে ভাই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১০ই সেপ্টেম্বর :রবিনসন স্ট্রিটের ছায়া লেকটাউন গ্রীন পার্ক-এ l দিদির মৃতদেহ আগলে চারদিন ধরে রয়েছে তার ভাই. দিদি মারা যাবার পরও ভাই সৎকারের বন্দোবস্ত না করে বা পাড়া-প্রতিবেশীদের না জানিয়ে তা আগলে রাখলেন l

দুর্গন্ধ ছড়ানোর ফলে পাড়া-প্রতিবেশীরা জানতে পারলে বাড়িতে উঁকি দিয়ে দেখা যায় যে দিদির পচা গলা মৃতদেহ আগলে বসে আছে তার ভাই l এরপরই পাড়া-প্রতিবেশীরা লেকটাউন থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ l ভাই মানসিক ভারসাম্যহীন কিনা বা কেনই বা এভাবে মৃতদেহ আগলে বসে থাকলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top