বিধাননগর জোনাল মার্কেটে মুদিখানার দোকানে আগুন , ডিপিএলকে দুষলেন ব্যবসায়ীরা

বিধাননগর জোনাল মার্কেটে মুদিখানার দোকানে আগুন , ডিপিএলকে দুষলেন ব্যবসায়ীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১০ই সেপ্টেম্বর :দুর্গাপুর বিধাননগর জোনাল মার্কেটে একটি মুদীখানার দোকানে এদিন ভোরে আগুন লাগে । ভোর ৬.৩০টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয় মানুষ । খবর দেওয়া হয় দমকল ও পুলিশে । ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । যদিও সম্পুর্ন ভস্মীভূত হয়ে যায় দোকানটি । দোকান মালিক রাজেশ গুপ্তা জানান প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ ডিপিএল কে বারংবার বলা সত্বেও মার্কেটের বৈদ্যুতিক তার বদল করছে না । বহু পুরনো তারের কারনে শর্টসার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান । মুদীখানার দোকানের পাশেই কেরোসিন তেলের ডিলারের দোকান । সেই দোকানের বাইরে সারি সারি তেলের ড্রাম রাখা রয়েছে । সৌভাগ্যক্রমে তাতে আগুন লাগেনি ,সময় মত দমকল পৌঁছে যাওয়াতে , অভিমত স্থানীয়দের । নাহলে আরও বড় বিপদের আশংকা ছিল বলে জানাচ্ছেন তারা ।

স্থানীয় পুরপিতা দীপেন মাঝি জানান যে অবিলম্বে ডিপিএল যাতে নতুন তার লাগায় সেই ব্যবস্থা করবেন । কেরোসিন তেলের ড্রাম বাইরে রাখা প্রসঙ্গে পুরপিতা জানান যে মানুষের সচেতনতার অভাব । বড় অগ্নিকান্ডের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে বলে অভিমত পুরপিতার ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top