রাস্তা সারাইয়ের দাবিতে চিনাকুড়ি আসানসোল রোড অবরোধ গ্রামবাসীদের

রাস্তা সারাইয়ের দাবিতে চিনাকুড়ি আসানসোল রোড অবরোধ গ্রামবাসীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান ,১০ই সেপ্টেম্বর :রাস্তা সারাইয়ের দাবিতে চিনাকুড়ি আসানসোল রোড অবরোধ করলেন মিঠানী গ্রামের বাসিন্দারা । আসানসোল পুরনিগমের আওতায় জল প্রকল্পের কাজে রাস্তা খুঁড়ে যে পাইপলাইন বিছানোর কাজ শুরু হয়েছে সেই কাজে অত্যাধিক বিলম্ব হচ্ছে। অভিযোগ পাইপলাইন না বসিয়ে রাস্তা খুঁড়ে রেখে দিয়ে গেছে ঠিকাদার। এদিকে পুজোর মুখে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা । গ্রামে যে রাস্তার ওপর খুঁড়ে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই রাস্তার ওপর রয়েছে পাঁচ খানা দুর্গা মন্দির। নিত্যদিন তো বটেই পুজোর সময় অসুবিধার সম্মুখীন হবেন গ্রামবাসীরা। অবিলম্বে রাস্তা সারাই দাবিতে রাস্তার ওপর বিক্ষোভ অবস্থান সহ পথ অবরোধে বসেন মঙ্গলবার। তাদের দাবি এই নিয়ে করপোরেশনকে চিঠি করেও কোনো কাজ হয়নি বা কোনো সদুত্তর মেলেনি । পথ অবরোধের জেরে সপ্তাহের দ্বিতীয় দিন আসানসোল চিনাকুড়ি রুটে যানজটের সৃষ্টি হয় । ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top