নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর,১০ই সেপ্টেম্বর : ফের অ্যাসিড হামলার ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলাতে। এবার অ্যাসিড হামলার শিকার দাসপুরের দুই স্কুলছাত্রী। স্থানীয় সুত্রে খবর, সোমবার রাত্রি আটটা নাগাদ টিউশন থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার শিকার হয় তারা। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সুপা গ্রামে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, সুপা উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী সুপ্রিয়া দোলই ও অর্পিতা খাঁ দুজনেই ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। সোমবার ৮ টা নাগাদ একটি সাইকেলে করে দুজনে টিউশনি সেরে বাড়ি আসার সময় সুপার স্কুল লাগোয়া নির্জন জায়গায় রাতের অন্ধকারে এক যুবক তাদের দিকে অ্যাসিড ছুঁড়ে বলে অভিযোগ। এই অ্যাসিড-এর ফলে অর্পিতার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুপ্রিয়া’র পিঠে অ্যাসিড-এর আঘাত লাগে বলে জানা যায়। রাতে এই ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়।
খবর যায় দাসপুর থানায়, খবর পেয়ে রাতেই দ্রুত আছে দাসপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে রাতে ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।যদিও এই ঘটনায় অ্যাসিড কিভাবে আমজনতা পাচ্ছে তা নিয়ে সরব হয়েছে গ্রামবাসী।ঘটনার দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে তারা। জানা যায় গড়বেতার বাসিন্দা অর্পিতা লেখাপড়ার জন্য থাকতো মামার বাড়িতে। এই ঘটনায় অর্পিতার মামা বাড়ির লোক কান্নায় ভেঙে পড়েছে।