নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা ,১০ই সেপ্টেম্বর :বিয়ের সাত মাসের মধ্যেইগলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী ও স্ত্রী। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দিঘির পাড় অঞ্চলের পোড়া মুড়া গ্রামে l মৃতের নাম অমিত মন্ডল বয়স ২৬ বছর ও তার স্ত্রী টুম্পা মন্ডল বয়স ১৯ বছর ।
জানাজায় , নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় এই দম্পতি ।খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহ দুটি ময়নাতদন্তের জন্য ক্যানিং থানার পুলিশ নিয়ে যায়। তবে কি কারণে তারা আত্মঘাতী হলো তার তদন্ত করছে পুলিশ।