নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১০ই সেপ্টেম্বর :দুর্গাপুরের হাসপাতাল চত্বরে ছুরিকাহত হলেন এক অটোচালক। আহতের নাম অয়ন মুখার্জি। ঘটনায় আটক অভিযুক্ত রাহুল পাশওয়ান।
বিধান নগরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি অটো থেকে রাহুল পাশওয়ান নামে ওই যুবক ব্যাটারী চুরি করার সময় ঘটনাটি দেখে ফেলেন সেই অটোর মালিক অয়ন মুখার্জি। অবস্থা বেগতিক দেখে পালাবার সময় অভিযুক্ত রাহুলকে তাড়া করে হাসপাতালের মর্গের সামনে ধরে ফেলেন অয়ন। এরপর ফোনে নিজের দাদা মনোজ পাশওয়ানকে ঘটনাস্থলে ডেকে নেয় রাহুল। আহত অটোচালক অয়ন মুখার্জী জানান ভাইকে বাঁচাতে এসে দাদা মনোজ পাশওয়ান পকেট থেকে একটা চপের বের করে চড়াও হয়। আমার গলা লক্ষ্য করে চালানো হয় চপাটি। কিন্তু কোনোক্রমে প্রাণে বেঁচে যায়। মাথায় গুরুতর আঘাত লাগে এবং চারটি সেলাই পড়েছে। পুরো ঘটনার কথা পুলিশকে জানানো হয়েছে। স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে আসা রোগীর আত্মীয় স্বজন এবং স্থানীয় অটোচালকদের মধ্যে।