অনুব্রত মণ্ডল একজন কয়লা চোর, পাথর চোর, বীরভূমে এসে চ্যালেঞ্জ বাঁকুড়ার সাংসদের

অনুব্রত মণ্ডল একজন কয়লা চোর, পাথর চোর, বীরভূমে এসে চ্যালেঞ্জ বাঁকুড়ার সাংসদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১০ই সেপ্টেম্বর :এদিন এই ধর্না মঞ্চে এসে উপস্থিত হন বাঁকুড়া বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খান। ধর্না মঞ্চে এসে তিনি বীরভূম পুলিশ ও তৃণমূলের নেতাদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি বলেন, “অনুব্রত মণ্ডল একজন কয়লা চোর, পাথর চোর,আপনি একটা চোর। আপনি আমার বিরুদ্ধে কেশ করুন আমার দম থাকলে আমি সুপ্রিম কোর্টে যাব। আর আপনি টাকাগুলো সব অভিষেক ব্যানার্জি কে দিয়ে আসুন, আমার দম না থাকলে আপনাদের ক্ষমতায় আছে আপনারা জেলে ঢোকান। আমি যখন দিল্লিতে একটা ছোট্ট ঘরে ছিলাম আর আমার কেস চলছিল তখন আমি জেলে যাবো বলে তৈরি হচ্ছিলাম সেই কারণে আমার আর ভয় বলে কিছু লাগেনা। যখন এখানে আমাদের ছেলেগুলো জেল খাটছিলো তখন ভাবছিলেন তৃণমূল জেগে গেছে। কিন্তু ওদের ব্লক সভাপতি হচ্ছে থানার ওসি, আইসিরা সেই জন্য তৃণমূল এখন জাগেনি। আর তাই বলছি রাজনৈতিক জঙ্গি আন্দোলন গড়ে তুলতে হবে। আপনাদের মধ্যে কেউ কেউ তিন মাস জেল খাটবে কিন্তু এখন বড় বড় আইন ও মুছে দেওয়া যাচ্ছে, ভারতবর্ষের আইনে এখন সবই সম্ভব হচ্ছে তাই যখন আমরা ক্ষমতায় আসব তখন আমাদের ও আইন মুছে যাবে।

প্রসঙ্গত এ মাসের ৬ তারিখ বীরভূমের নানুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রামে গুলিবিদ্ধ হন বিজেপি নেতা স্বরূপ গঁড়াই। এর পর বীরভূম জেলার পুলিশ সুপারের অফিসের সামনে গতকাল থেকেই চলছে ধর্ণা। ধর্না চলবে যতদিন না গ্রেপ্তার করা হচ্ছে মূল অভিযুক্ত তৃণমূল নেতা কেরিম খানকে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top