নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১১ ই সেপ্টেম্বর : দীর্ঘক্ষন টালবাহানার পর অবশেষে রাত্রি নটা নাগাদ বিজেপি নেতৃত্ব এবং পুলিশের দফায় দফায় আলোচনায় বেরিয়ে আসে রফা সূত্র। বিজেপি নেতৃত্ব পুলিশকে জানায়, আজ তারা দেহ নেবেন না, আগামীকাল দেহ নেবেন। সেইমতো স্বরূপের পরিবার এবং বিজেপি নেতাকর্মীরা আজ ফিরে যাই, আগামীকাল তারা বোলপুর হাসপাতালে দেহ নিতে আসবেন।
কিন্তু এখানেই শেষ নয়, নিহত স্বরূপের পরিবার রাতেই সিদ্ধান্ত নেয় হাসপাতাল থেকে দেহ গ্রহণ করার। তারপর তারা রাত্রে এগারোটার পর দেহ নেন। হাসপাতাল চত্বরেই রাতে স্বরূপ গঁড়াইকে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি নেতা অনুপম হাজরা, বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল এবং অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলেও জেলা বিজেপির আন্দোলন এখানেই বন্ধ হবে না। বীরভূম জেলা পুলিশ সুপারের অফিসের সামনে যে ধর্না মঞ্চ চলছে মূল অভিযুক্ত তথা তৃণমূল নেতা কেরিম খান যতক্ষণ না গ্রেপ্তার হবে এই ধর্না মঞ্চ চলবে ততদিন।