নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১১ ই সেপ্টেম্বর : ফের ছেলেধরা সন্দেহে গণধোলাই। সালানপুরের দেন্দুয়া বনজেমারি এলাকায় গণধোলাইয়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। আজ সকালে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। তাকে দেখে এলাকাবাসীর ছেলেধরা বলে সন্দেহ হয়। এরপরেই শুরু হয় গণপ্রহার। কার্যত থেঁতলে মেরে ফেলা হয় ওই ব্যক্তিকে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। গত কয়েকদিনে আসানসোলের বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে গণপ্রহারের ঘটনা ঘটছে। পুলিশের দাবি গুজবের জেরে এমন ঘটনা বারেবারে ঘটছে।