নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১১ ই সেপ্টেম্বর : বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ইফতিকার উদ্দিন ও জেলা পরিষদের সদস্য মতিয়ার সাপুইএর নামে পোস্টার পরে শাসন সহ একাধিক পঞ্চায়েত এলাকায় । বারাসাত দু নম্বর ব্লকের হাজার হাজার বিঘা খাস মেছো ভেরি আর সেখান থেকে রাজ্যে ও জেলা নেতাদের নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়া হচ্ছে পঞ্চায়েত এলাকার কোন নেতা কাটমানি টাকা না দিতে চাইলে চলে মারধর আজ সকাল থেকে শাসন ,বেলিয়াঘাটা,দাদপুর সহ একাধিক পঞ্চায়েত এলাকায় এই দুই নেতার নামে কাটমানির পোস্টার পরে । পোস্টার প্রসঙ্গে বারাসাত দু নম্বর ব্লকের যুবর সহ সভাপতি আসের আলি বলেন যাদের নামে কাটমানি পোস্টার পড়েছে দল কে যাননো হবে কিন্তু যুব তৃণমূল কংগ্রেস নামে পোস্টার তিনি মানতে চাননি l
শাসক দলের দুই নেতার নামে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার
শাসক দলের দুই নেতার নামে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram