নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,১১ ই সেপ্টেম্বর :জলা জমি ভরাট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হুঁশিয়ারির পরও টনক নড়েনি।নিউটাউন এর ছাপনা এলাকায় বেআইনি ভাবে সাত কাঠা পুকুর ভরাট করার অভিযোগে গ্রেফতার দুই।গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ।বাজেয়াপ্ত করা হয় একটি ডাম্পার ও একটি জেসিপি।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।এই চক্রের সাথে আরো অনেকে জড়িত আছে বলে পুলিশ সূত্রে খবর তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর ,বেশ কয়েকদিন ধরে তাদের কাছে খবর আসছিল যে ছাপনা এলাকায় একটি বড় পুকুর ভরাট হচ্ছে।সেই মতো পুলিশ তদন্তে নামে। আজ সকালে সোর্স মারফত খবর পায় যে সেই পুকুরে ডাম্পার ও জেসিপি লাগানো হয়েছে এবং মাটি পড়ছে। সেই মতো পুলিশ গিয়ে হাতে নাতে দুজন দুজনকে ধরে ফেলে।এবং সেই জায়গার সমস্থ কাগজ পত্র খতিয়ে দেখার পর তাদের গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে তারা জানায় ওই এলাকার কিছু লোক ও জড়িত আছে ।তারা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।ধৃতরা হলো বেনুকর মন্ডল, বাড়ি বীরভূম। জয়হরি মন্ডল, বাড়ি সন্দেশ খালি।