ট্রু-কলার থেকে সাবধান! আপনার অজান্তেই খুলে যাবে ব্যাংক অ্যাকাউন্ট

ট্রু-কলার থেকে সাবধান! আপনার অজান্তেই খুলে যাবে ব্যাংক অ্যাকাউন্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্কঃ ট্রু-কলার অ্যাপটি কম-বেশী আমরা অনেকেই ব্যবহার করিl এই অ্যাপটির মাধ্যমে আমরা খুব সহজে কোনো অজানা নম্বরে ফোন ধরার আগেই তার সমস্ত তথ্য পেয়ে যাইl তবে সম্প্রতি এই অ্যাপটি আপডেট করার সাথে সাথে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই খুলে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস।

ট্রু-কলার, ইউপিআই(UPI) বেসড পেমেন্ট সিস্টেমে ট্রু-কলারের পে-র জন্য তাঁদের রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে সেই অ্যাকাউন্টে। এই নিয়ে ট্যুইটারে বহু অভিযোগ উঠে এসেছেl এই অভিযোগের ভিত্তিতে ট্রু-কলার সংস্থা পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তাদের লেটেস্ট ভার্সন আপডেটে সমস্যার কথা স্বীকার করেছে।

লেটেস্ট আপডেটের একটা বুলের দরুন এই সমস্যায় ভুগতে হচ্ছে ব্যবহারকারীদের। ভবিষ্যতে আরও বেশি গ্রাহক যেন এই সমস্যায় না পড়েন তাই ইতিমধ্যেই গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপটির আপডেট প্রক্রিয়া পাঠানো বন্ধ করা হয়েছে। এই অ্যাপটির মাধ্যমে আইসিআইসিআই ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের কাছে নাম রেজিস্টার হাওয়ার একটি এসএমএস যাচ্ছে।

পাশাপাশি যাদের এই ব্যাঙ্কে আকাউন্ট নেই তাদের কাছেও একই এসএমএস যাচ্ছে। তবে যাদের আকাউণ্ট আছে তাঁদের এই ইউপিআই প্রসেস শুরু হয়েছে গিয়েছে। কিন্তু যাদের অ্যাকাউন্ট নেই তাদের সেই প্রক্রিয়া শুরু হয়নি। ইতিমধ্যেই ট্রু-কলার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ব্যবহারকারী চাইলে ইউপিআই সার্ভিস থেকে নিজের নাম ডিরেজিস্টার করে দিতে পারেন। এমনকি তারা তাদের ভুলের জন্য দুঃখ প্রকাশও করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top