বাজারে আসতে চলেছে কলকাতা মেট্রোর নতুন অ্যাপ

বাজারে আসতে চলেছে কলকাতা মেট্রোর নতুন অ্যাপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্কঃ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার দিন শেষl নিত্যদিন যাত্রীদের টিকিটের লাইনে দাঁড়িয়ে আর সময় নষ্ট করতে হবে নাl এই সমস্যার সমাধান করতে চলেছে কলকাতা মেট্রোর নতুন অ্যাপl এখন থেকে কলকাতা মেট্রোর টিকিট কাটা যাবে অনলাইনে। খুব সহজে অল্প সময়ের মধ্যেই ঘরে বসেই স্মার্টফোন মারফৎ অ্যাপটি ডাউনলোড করে নিয়েই আপনি মেট্রোর টিকিট কাটতে পারবেন। তবে এই অ্যাপটির প্রোগ্রামিং এখনও সম্পূর্ণ হয়নিl তবে এর কাজ খুব দ্রুত চলছে।

ইদানীং মেট্রোতে দুর্ঘটনা বেড়েই চলেছেl তারসঙ্গে অফিস টাইমে মেট্রোর টিকিট কাউনটারগুলিতে অসম্ভব ভিড় জমে যায়। আর সেই কারণেই টিকিট কাটতে দেরী হয়ে যায় যাত্রীদেরl ফলে মেট্রো ধরার সময় তাড়াহুড়ো লেগে যায়, যার জেরে ঘটে যায় বিপর্যয়l তাই যাত্রীদের নিত্যদিনের যাতায়াতের সুবিধার্থে এই নয়া উদ্যোগ নিতে চলেছে কলকাতা মেট্রোকর্তৃপক্ষl

যতই হোক, মেট্রোরেলের অ্যাপে থাকছে বেশ কিছু জটিলতা, রেলের অ্যাপের তুলনায়। অবশ্য এনিয়ে এখনও গভীর পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই অ্যাপটি পরিচালিত হবে একটি কিউআর কোডের মাধ্যমে। এই কোড পাঞ্চের মাধ্যমেই কাটা যাবে টিকিট। এই অ্যাপ ব্যবহারকারীকে অবশ্যই ই-ওয়ালেট রাখতে হবে। এই অভিনব অ্যাপটি খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। অ্যাপটি চালু হলে সাধারণ মানুষ খুব উপকৃত হবেন বলে আশা করছেন কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top