নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা,১২ ই সেপ্টেম্বর : উত্তর ২৪ পরগনার মিনাখা থানার ৪ নম্বর চৈতল মেছোঘেরী গোপন আস্তানা অস্ত্র তৈরি জন্য গোপন ডেরায় আস্তানা গেরে ছিল বিহারের মুঙ্গের ২ অস্ত্র ব্যবসায়ী। শামসেরআলম, মম্হদ ফিরোজ ও স্থানীয শফিকুল গাজী মির্জা।গোপন ডেরা বেধে ছিল অস্ত্র তৈরি করার জন্য ।কলকাতা পুলিশ দিন ছয়েক আগে গোপন সূত্রে খবর পায় বিহার মুঙ্গের থেকে ২ ব্যবসায়ী ওখানে অস্ত্র তৈরি করার কারখানার তৈরি করেছে । বিভিন্ন সরঞ্জাম এনে বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরি করছে। কাল রাতে কলকাতা পুলিশের ১০ জনের দল ও মিনাখা থানার সাতজন মোট ১৭ জনের বিশাল পুলিশবাহিনী অভিযান চালায়। মিনাখাঁ ৪ নম্বর চৈতাল থেকে বিহারের ওই দুই অস্ত্র ব্যবসায়ী সহ আরো একজনকে গ্রেপ্তার করে। সেখানে অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায় ।অস্ত্র তৈরি করার জন্য মেশিন, নাট বল্টু, লোহার রড, প্লাস ,স্ক্রু ড্রাইভার গ্যাস কাটার উদ্ধারের। পাশাপাশি দুখানা কমপ্লিট ওয়ান শাটার।সাতটি আন কমপ্লিট ওয়ান শাটার উদ্ধার করে পুলিশ। এদের সঙ্গে বিভিন্ন রাজ্যে অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কেন বিহার থেকে এখানে এসে অস্ত্র তৈরি করেছিল সেগুলি আবার কি বিহারে নিয়ে যাচ্ছিল কিনা সেটাও তদন্ত করছে পুলিশ। পাশাপাশি আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী সঙ্গে যোগ আছে কিনা বাংলাদেশে পাচার করার চিন্তাভাবনা ছিল কিনা সেটাও তদন্তে রাখছে কলকাতা পুলিশ ।বলাবাহুল্য কলকাতা পুলিশ ও জেলা পুলিশের এই অস্ত্র কারখানার হদিশ পাওয়ায় এটাকে বড় সাফল্য চোখে দেখছে রাজ্য পুলিশ।
কলকাতা পুলিশের জালে বিহারের অস্ত্র ব্যবসায়ী, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ গ্রেপ্তার তিন
কলকাতা পুলিশের জালে বিহারের অস্ত্র ব্যবসায়ী, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ গ্রেপ্তার তিন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram