নিউজ ডেস্কঃ পুজোর মুখে বড়সড় সঙ্কটের মুখে পড়তে চলেছে ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যাবসায়ী। শুধু তাই নয় ক্রেতাদেরও বেশ দুর্ভোগে পড়তে হবে বলে আশঙ্কা দেখা দিয়েছে চলতি মাসের ৫ দিনের টাকা লেনদেন বন্ধ থাকায়। পুজোর কেনাকাটা শুরু পুরোদমে, কিন্তু সেপ্টেম্বরের শেষভাগ থেকেই ঢাকে কাঠি পড়ে যাবে। আর তার মধ্যেই দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলো ২৬ এবং ২৭ সেপ্টেম্বরে ব্যাঙ্কের ৪টি অফিসার্স অ্যাসোসিয়েশন৷। অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র এই দুই দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। আর তার সঙ্গে চতুর্থ শনিবার, সেদিন এমনিতেও ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকে। ঠিক তার পরদিন রবিবার ৩০ শে সেপ্টেম্বর। শুধু তাই নয়, ৩০শে সেপ্টেম্বর ব্যাঙ্কের হাফ ইয়ারলি ক্লোজিংয়ে গ্রাহক পরিষেবা বন্ধ থাকে। তাই সব মিলিয়ে মোট ৫ দিনে টাকার আকাল পোহাতে হবে সকলকেই।