নিউজ ডেস্ক : তবরেজ় আনসারির মৃত্যু হয়েছে হার্ট এটাক হয়ে এমনই জানা গেছে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী l সেই মতো অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারা প্রত্যাহার করে নেয় ঝাড়খণ্ড পুলিস l কিন্তু স্বামীর হত্যাকারীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু না হলে আত্মহত্যার হুমকি দিলেন ঝাড়খণ্ডে গণপিটুনিতে নিহত তবরেজ় আনসারির স্ত্রী সইস্তা পারভিন।তবরেজ় আনসারির স্ত্রী জানান, ‘আমার স্বামীর হত্যাকাণ্ড গোটা দেশ দেখেছে। তা সত্বেও আমার স্বামীর হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করছে প্রশাসন।
এবার আত্মঘাতী হওয়ার হুমকি দিলেন তবরেজ় আনসারির স্ত্রী
এবার আত্মঘাতী হওয়ার হুমকি দিলেন তবরেজ় আনসারির স্ত্রী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram