
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১৮ই সেপ্টেম্বর : একদিন আগেই বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থেকে উদ্ধার হয়েছিল অস্ত্র কারখানার। সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, আবার ও উদ্ধার হল অস্ত্র। মঙ্গলবার দুপুরে বারুইপুর থানার কুমোড়হাট এলাকা থেকে পাঁচটি ওয়ান শাটার বন্দুক ও চল্লিশ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। ধৃতের নাম হায়দার আলি। বুধবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।



















