
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৮ই সেপ্টেম্বর : দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় সাধুডাঙার সেচ দফতরের কলোনিতে এই অঙ্গাত পরিচয় যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা কোকওভেন থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । মৃতদেহের পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। মোবাইলের সুত্র ধরে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।



















