
নিজস্ব সংবাদদাতা,নদীয়া,১৯শে সেপ্টেম্বরঃ বিশ্বকর্মা পুজোর রাতে মদের আসরে গন্ডগোলের জেরে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য নদীয়ার কল্যানীতে।মৃত যুবকের নাম ঝন্টু মজুমদার।সূত্রের খবর,কল্যাণী থানার গয়েশপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের গয়েশপুর গ্রামের বাসিন্দা ঝন্টু মজুমদার l বুধবার সকাল বেলা এক বন্ধুর গাড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাড়ি থেকে বেরিয়ে ছিল।অভিযোগ,দুপুর বেলা পর্যন্ত তাকে এলাকায় দেখা গেলেও তারপর থেকে আর ঝন্টুর খোঁজ পাওয়া যাচ্ছিলনা।অভিযোগ,বৃহস্পতিবার সকালে এলাকার মানুষ 1নম্বর ওয়ার্ডের একটি কলা বাগানের ভিতর রক্তাক্ত অবস্থায় ঝন্টুর মৃতদেহ পড়ে থাকতে দেখে।পরে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ঝন্টুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কল্যাণী থানার পুলিশ।ঝন্টুর পরিবারের অভিযোগ,মদের আসরে গন্ডগোলের জেরেই মারধর করে মেরে ফেলা হয়েছে ঝন্টুকে।ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।



















