১) তেলঙ্গানার রাজ্য সরকার ২০২০ সালকে কৃত্রিম বুদ্ধিমত্তার বছর হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২০ সালে সারা বছর ধরে উদীয়মান প্রযুক্তিতে নানা রকমের কর্মসূচী পালন করা হবে।
২) ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) অরুণাচল প্রদেশে চাংলং জেলায় বিজয়নগরে অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে (এএলজি) পুনর্নির্মাণ রানওয়ের উদ্বোধন করলো। যা চীন সীমান্তের নিকটবর্তী হওয়ায় বিমানের মাধ্যমে সামরিক পরিবহণ এবং আপতকালীন সময়ে বিশেষ সুবিধাপ্রাপ্ত হবে।
৩) ভারতের সুপ্রীম কোর্টে ৪ জন বিচারক অ্যাপয়েন্ট হয়েছে। বর্তমানে সুপ্রীম কোর্টে বিচারকের সংখ্যা মোট ৩৪ জন।
৪) দেশীয় এলইডি টেলিভিশন সেট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভারত সরকার ওপেন সেল টিভি প্যানেল আমদানির উপর আরোপিত ৫% কাস্টম শুল্ক অপসারণ করলো। ওপেন সেল টিভি প্যানেল সাধারণতঃ এলইডি টেলিভিশন সেট উৎপাদনে ব্যবহৃত হয়।