নিউজ ডেস্কঃ জিএসটি নিয়ে মহাবিপাকে পড়েছে কেন্দ্র। চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে আর্থিক পরিকাঠামো ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। যা বিগত ৬ বছরে এমন ভাবে ভেঙ্গে পড়েনি। মাত্র ৫% আর্থিক বৃদ্ধি ঘটেছে এই অর্থবর্ষে।। তাই এই আর্থিক মন্দা থেকে বেরিয়ে আসতে নতুন কৌশল অবলম্বন করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ।
শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে গোয়াতে জিএসটি কাউন্সিলরদের নিয়ে এক বৈঠক ডাকা হয়। সেখানে কিছু কিছু ক্ষেত্রে জিএসটি করের হারের পরিমাণ হ্রাস পাচ্ছে। সবদিক ভেবে চিন্তে সিদ্ধান্তে উপনীত হয়েছেন নির্মলা সীতারামণ। এই অর্থনৈতিক মন্দা থেকে বের করতে পারে হোটেল ইন্ডাস্ট্রি। তাই সেই দিকে বিশেষভাবে নজর দিচ্ছেন জিএসটি কাউন্সিলররা।
যেসব হোটেলে এক রাতের ভাড়া ৭০০০ টাকে, সেখানে ২৮% জিএসটি কর শিথিল করা হতে পারে। আবার যে সমস্ত লাক্সারি হোটেলে এক রাতের ভাড়া ১০,০০০-১২,০০০ টাকা সেখানে ১৮% জিএসটি কর শিথিল করতে পারে বলে আশা করা যায়। এছাড়া আর্থিক মন্দা দেখা দিয়েছে অটো মোবাইল সেক্টরে। চার চাকার সঙ্গে সঙ্গে দু’চাকা কেনার ধুম অনেকটাই কমেছে।
আপাতত অর্থনীতিবিদরা জিএসটিতে ব্যাপক ছাড়ের আশা রাখছেন। এমনকি বিস্কুট ইন্ডাস্ট্রিতেও ব্যাপক দুর্দশা দেখা দিয়েছে। ১৮% জিএসটি থেকে ৫% কর হোক চাইছেন বিস্কুট ইন্ডাস্ট্রি। আরো বেশ কিছু ব্যবসাতে ছাড় মিলতে পারে বলে আশা করে আছেন ব্যবসায়ীরা। আউটডোর ক্যাটারিং এবং দেশলাই ব্যবসায় জিএসটি করে বেশ কিছু ছাড় মিলবে।