নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২০ শে সেপ্টেম্বরঃ বারাসাত বনগাঁ শাখার দত্তপুকুরের কুলবেরিয়ার কাছে রেললাইনের পাশ থেকে বোমা উদ্ধার।ঘটনাস্থলে রেলপুলিশ,জিআরপি, বম্ব স্কোয়াডের আধিকারিকরা ও দুত্তপুকুর থানার পুলিশ।
দত্তপুকুরের কাছে কুলবেরিয়ায় বোমা উদ্ধার।এলাকায় তা নিয়ে চাঞ্চল্য ছাড়িয়েছে।বছর পাঁচেক আগে খবরের শিরোনামে উঠেআশা সৌরভ চৌধুরী খুন হয়েছিলেন যে এলাকায় সেই এলাকার অদূরে রেলট্রাকের কাছে বোমা উদ্ধারে রীতিমতো আরো একবার দুষ্কৃতী দৌরাত্বকে মনে করাচ্ছে।এলাকার মানুষদের দাবি বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় মদ গাঁজার আড্ডা বসে।কেউ বা কারা রাতের অন্ধকারে অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে তা নিয়েও সাধারন মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।তবে এই বোমা উদ্ধার দুষ্কৃতী দৌরাত্বের নিদর্শন, নাকি এর সাথে অন্য কোনো নাশকতার ছক আছে তা নিয়ে তদন্তে পুলিশের আধিকারিকরা।