১) জাতীয় পুলিশ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চলেছে ভারত সরকার তা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
২) ১৭ই সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব রোগী সুরক্ষা দিবস হিসাবে পালন করবে বলে বার্তা দিল WHO।
৩) রাজনাথ সিংহ প্রথম প্রতিরক্ষা মন্ত্রী যিনি প্রথম এলসিএ(লাইট কমব্যাট এয়ারক্র্যাফট) ‘তেজাস’ ওড়ালেন।
৪) ন্যাসকমের ডেটা সিকিউরিটি কাউন্সিল অব ইণ্ডিয়া(ডিএসসিআই), ইউনিয়ন মিনিস্ট্রি অব ইলেক্ট্রনিক্স অ্যাণ্ড আইটি(মেইটি) এবং গুগুল ইণ্ডিয়া সহযোগে জাতীয় স্তরে ডিজিট্যাল পেমেন্ট অভিযানের সচেতনতামূলক প্রচার শুরু হল।
৫) এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুড়িয়া ইণ্ডিয়ান এয়ার ফোর্সের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। এয়ার মার্শাল বিএস ধানোয়া দায়িত্বে রয়েছেন ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। তারপর থেকে দায়িত্বে থাকবেন আরকেএস ভাদুড়িয়া।