ভাইরাল হওয়ার একমাত্র প্লাটফর্ম “টিকটক”

ভাইরাল হওয়ার একমাত্র প্লাটফর্ম “টিকটক”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 


রায়া সাধুঃ ভাইরাল হচ্ছে প্রতিদিনই নতুন নতুন সব কর্মকাণ্ড। রীতিমত ভিডিও বানিয়ে তা ছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রাঙ্গনে। এখন সকলের মুঠোফোনে রয়েছে এমন একটি অ্যাপ যা বিস্ময়কর সব কর্মকাণ্ডকে ফ্রেমবন্দী করে ছাড়া হচ্ছে বিশ্বের দরবারে। আর তা কয়েক মুহুর্তের মধ্যেই হয়ে যাচ্ছে ভাইরাল। অ্যাপটির নাম আর কিছুই নয় “টিকটক”। সেখানে ভাইরাল হতে মরিয়া আট থেকে আশি সকলেই।

কখনো ঠোঁটে লিপস্টিকের পরিবর্তে আঠা, নয়তো জলের বদলে রঙিন জল পান করে লাল নাশেলি চোখের জাদু। আবার কেউ কেউ ইলেকট্রিক রেজার দিয়ে নিমেষে নেড়ুমুন্ডু করে ফেলছেন নিজেকে। আর ছুঁড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ।


সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারলেই কেল্লা ফতে। আপনিও হয়ে যাবেন সেদিনের বা সেই সপ্তাহের কিংবা সেই মাসের মি. কিংবা মিসেস/মিস ভাইরাল। তাই দেরী কিসে! শুরু হয়ে যাক, টিকটকে ভিডিও তৈরী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top