নিজস্ব সংবাদদাতা, কোলকাতা,২১ শে সেপ্টেম্বরঃ সারদা নারদা কাণ্ডে জড়িত রাজীব কুমার তত্ত্ব যেন জটিল থেকে জটিলতর হতে চলেছে। ২ দিন আগে পর্যন্তও সিবিআই প্রাক্তন পুলিশ সুপার রাজীবকে হন্যে হয়ে খুঁজছিল। সেই হাল ছাড়েনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রিসর্ট থেকে শুরু করে, ফ্ল্যাট; এমনকি জেলা থেকে রাজ্য, সবস্থানেই চলছে চিরুনি তল্লাশি। তাও মেলেনি রাজীব কুমারের। খুঁজে না পেয়ে রাজীবপত্নী সিবিআই জেরার মুখে পড়েন কিন্তু মিলছে না কোনভাবেই রাজীব কুমারকে। সিবিআই-রাজীব চাপানউতোর এখন মাত্রাছাড়া। মোবাইল ট্রাক করেও কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না তাঁর। সিবিআই দপ্তরে হঠাৎ খবর আসে পুজালী নামক এক বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন পুলিশ সুপার রাজীব বাবু। খবর মিলতেই গোয়েন্দারা ওই নার্সিং হোমে পৌঁছিয়েছে। এখন দেখার পালা, সেখানে কি আদৌ মিলবে দেখা রাজীব কুমারের?
শেষমেশ রাজীব কুমারের খোঁজ পেলো সিবিআই! নাকি ফের ধাপ্পাবাজি রাজীবের?
শেষমেশ রাজীব কুমারের খোঁজ পেলো সিবিআই! নাকি ফের ধাপ্পাবাজি রাজীবের?
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram