ডাঃ আনিন্দ্য চক্রবর্তীর নিবেদন ‘মনোজ্ঞ সান্ধ্য-সন্ধ্যা’

ডাঃ আনিন্দ্য চক্রবর্তীর নিবেদন ‘মনোজ্ঞ সান্ধ্য-সন্ধ্যা’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সিদ্ধার্থ সিনহা, কোলকাতাঃ ‘ক্যান্সার’ শব্দটিতেই আতঙ্ক। কিন্তু হঠাৎ আসা বিপদের সঙ্গে লড়ে যেতে হয় খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে। হিন্দিতে একটি প্রবাদ রয়েছে, ‘ওহি জিতা, জো সিকন্দর’। আবার রবীন্দ্র নাথ বলেছেন, ‘দু’বেলা মরার আগে মরব না, ভাই মরব না’। ক্যান্সারে আক্রান্ত রোগীরা যেমন লড়েন, তেমনি তাদের সঙ্গী হন কাছের মানুষজন, সাথী হন ডাক্তাররা। কলকাতা এসএসকেএম হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রফেসর ডাক্তার অনিন্দ্য চক্রবর্তী এমন এক মানুষ। যার পেশাগত দৈনন্দিন লড়াইয়ের অবসর কাটে তাঁর সাহিত্য চর্চায়। বিশেষ করে রবীন্দ্র চর্চায়। রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যেই তিনি খুঁজে পান লড়াই করার রসদ।

তাই ওই হাসপাতালের আর এক ডাক্তার শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আনন্দ চন্দ যৌথ উদ্দ্যোগে এক অনুষ্ঠান করলেন ‘প্রেম’। গুরুদেবের গানে কথায় মাতিয়ে তুললেন সম্প্রতি রবীন্দ্রসদন মঞ্চ। গান গাইলেন ডাঃ আনন্দ চন্দ, গ্রন্থনায় ডাঃ অনিন্দ্য চক্রবর্তী। প্রথম পর্বে মঞ্চে ক্যান্সারের বিরুদ্ধে যে সব মানুষ জয়ী হয়েছেন তাঁরা শোনালেন তাঁদের জীবন যুদ্ধের কথা। দর্শকরা পেলেন সচেতনতার বার্তা। এবং অনুষ্ঠান শেষে ছিল সৌরভ ভট্টাচার্যের পরিচালনায় নাট্যকার শ্যামলতনু দাশগুপ্তের নাটক ‘একদিন কাকভোর’ মঞ্চস্থ হয়। সমসাময়িক আর্থ-সামাজিক চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকের মাধ্যমে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top