
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৫ ই অক্টোবর:বন্ধ ইন্সুরেন্স পলিসির টাকা ফেরত পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেক্টর ফাইভের একটি অফিস থেকে ৩জন মহিলা সহ ১৬জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গিরিশ পার্ক এলাকার বাসিন্দা বছর ৭৩এর এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানাতে ২০১৮ সালের জুন মাসে অভিযোগ জানায় ২০১৮ সালের মার্চ মাসে তার কাছে একটি ফোন আসে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় তাঁর কোনো বন্ধ হয়ে যাওয়া ইন্সুরেন্স আছে কিনা। সে নিজে ইন্সুরেন্স হোল্ডার হওয়ার কথা ফোনে স্বীকার করে নিলে, কয়েকদিন পরে সেই ইন্স্যুরেন্সের টাকা ফেরত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তি তার বাড়িতে আসে। তারপর সেই ব্যক্তির নির্দেশ মোতাবেক ওই মহিলা সেক্টর ফাইভের অফিসেও যান। সেই অফিসেই তাকে বারংবার ডেকে বন্ধ ইন্স্যুরেন্সের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরসিডিকে নামক ওই প্রতারণা সংস্থা তার প্রতিবন্ধী ছেলের নামে প্রায় ৪০ লাখ টাকার ইন্সুরেন্স খুলে দেয় বলে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায় ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ গতকাল রাতে হানা দেয় সেক্টর ফাইভের ওই অফিসে। সেখান থেকে ৩জন মহিলা সহ ১৬জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে এই কোম্পানির তিনজন ডিরেক্টরকেও গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। তাদের নাম রাজেশ কুমার সাহু, দেবাশীষ দেবনাথ এবং কৃষানু ঋষি দাস। আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ এই তিন ডিরেক্টরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রে আরও কেউ যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।



















