
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগণা,১৭ই অক্টোবর: মহাত্মা গান্ধীজিকে নিয়ে শুরু হল বিজেপির সংকল্প যাত্রা । ১৭ই অক্টোবর থেকে চলবে ২২ অক্টোবর পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পূর্ব বিধানসভার মাগুরপুকুর থেকে শুরু হয় যাত্রা সহ স্বচ্ছ ভারত অভিযান। শেষ হয় মগরাহাট থানার হরিশঙ্করপুরে। এই সংকল্প যাত্রায় নেতৃত্ব দেন বিজেপি পূর্ব জেলার সভাপতি সুনীপ দাস ও রাজ্য সম্পাদিকা অভিনেত্রী শরবরী মুখার্জি সহ আরো অনেকে। মূলত গান্ধীজির বিভিন্ন আদর্শের কথা তুলে ধরা হয় যাত্রা প্রসঙ্গে। পাশাপাশি মগরাহাট ,সালকিয়া ও ধামুয়া বাজারে স্বচ্ছ অভিযান করা হয় মগরাহাট পূর্ব বিধান সভার কয়েক হাজার সর্মথকদের নিয়ে।প্রতিদিন ২০ কিলোমিটার এই যাত্রা ঘুরবে প্রতি বিধানসভার বিভিন্ন এলাকায়।উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা সরবরি মুখার্জি, পূর্ব জেলার সভাপতি সুনিত দাস, সহসভানেতৃ অমৃতা ব্যার্নার্জি, জেলার জিএস মিন্টু হালদার , সম্পাদক রাজকুমার হালদার , দীবাকর নস্কর ও সম্পাদিকা উর্মিলা মন্ডল,এছাড়া মগরাহাট দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি পলাশ হালদার , অনন্ত সরদার , পলাশ প্রামানিক।



















