নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২১ শে অক্টোবর : রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ গ্রামবাসীদের। সোমবার সকাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বরদা- সুলতানপুর রাস্তা অবরোধ করে মারিচা গ্রামবাসীবৃন্দ। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে ঘাটাল থানার পুলিশের হস্তক্ষেপ ও আশ্বাসে অবরোধ উঠে যায়। অবরোধকারী গ্রামবাসীদের অভিযোগ, মারিচা বাসস্ট্যান্ড থেকে শিমুলিয়া পর্যন্ত প্রায় চার কিমি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় রয়েছে। বেহাল রাস্তার জেরে মারিচা, দন্দীপুর, শ্যামসুন্দরপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সমস্যায় পড়তে হয়, নিত্যদিন দূর্ঘটনা ঘটে। মারিচা গ্রামের বাসিন্দা সাত্তার আলি খাঁন সহ অন্যান্য অবরোধকারীদের আরও অভিযোগ, এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ নিয়ে।তাদের অভিযোগ, এলাকায় রাস্তাঘাটের কোনও কাজ হয়নি, পানীয়জল, একশো দিনের কাজে অনিয়ম, দীর্ঘদিন টাকা জমা দেওয়া সত্বেও শৌচালয় নির্মান না হওয়ায় শাসকদলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেন অবরোধকারীরা। যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে এবং অন্যান্য অভিযোগগুলি লিখিত ভাবে ব্লকের বিডিওকে জানানোর জন্য অবরোধকারীদের পরামর্শ দেন ঘাটাল থানার পুলিশ আধিকারিক, পুলিশের আশ্বাসে অবরোধ তুলেনেন মারিচা গ্রামের বাসিন্দারা।
রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ গ্রামবাসীদের
রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ গ্রামবাসীদের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram