নয়া দিল্লী, ০৬.১১.২০১৯, সংশোধনী আনা হচ্ছে অস্ত্র আইনে। লাইসেন্স থাকলেও একের বেশি অস্ত্র আর রাখা যাবেনা। ইতিমধ্যেই খসরা প্রকাশ করা হয়েছে। যেখানে বলা আছে, আগে লাইসেন্স থাকলে সর্বাধিক তিনটি অস্ত্র রাখা যেত কিন্তু এবার একটাই রাখা যাবে। এতদিন যাদের কাছে একের বেশি অস্ত্র ছিল তাদের সকলকেই সেগুলি জমা দিয়ে দিতে হবে।
অস্ত্র আইনে আনা হচ্ছে কড়া পদক্ষেপ। আরোও কঠোর করা হচ্ছে এই আইন। কেউ যাতে অস্ত্রের অপব্যবহার না করতে পারে তার জন্যই কেন্দ্রিয় সরকার নিচ্ছেন এরূপ পদক্ষেপ। বেআইনি ভাবে অস্ত্রের ব্যবহার, বিক্রি, তৈরী করলে সাত বছর পর্যন্ত কারাদন্ড ও যাবজ্জীবন হতেপারে। লাইসেন্স বিহিন অস্ত্র ব্যবহার করলে ৭ থেকে ১৪ বছরের কারাবাস হতে পারে। এছারাও যদি পুলিশ বা অন্য কোথাও থেকে চুরি করা হয় তাহলে দশ বছরের কারাবাস বা যাবজ্জীবন হতে পারে। উচ্ছ্বাস প্রকাশে গুলি চালানোও বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছে, আইন অমান্য করলে ২ বছরের কারাবাস এবং এক লক্ষ টাকার জরিমানা দিতে হবে। কেন্দ্রের এই পদক্ষেপ দেশে বেআইনি অস্ত্র প্রাচারকে অনেকটাই কমাতে পারে বলে আশা করা যায়।