নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ০৬.১১.২০১৯, ডায়মন্ড হারবার থানা এলাকার মোহনপুরের বাসিন্দা শেখ মোক্তারের বাড়ি ফেরার পথে জামাই হারুন সর্দার ও জামাইয়ের ভাই দিলওয়ার সর্দার ,মোক্তারকে গুলি করে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে পারুলিয়া চাঁদনগর মোড়ের ১১৭ নং জাতীয় সড়কে। আহত মোক্তারের পরিবারের অভিযোগ, বিবাহ বিচ্ছেদের আক্রোশে শ্বশুরকে গুলি করে জামাই।
নিত্যদিনের মত এদিনও গাড়ি গ্যারেজ করে নিজের স্কুটিতে করে ডায়মন্ড হারবার থেকে রাতে বাড়ি ফিরছিলেন।বাড়ি ফেরার পথে পারুলিয়া চাঁদনগর মোড়ের ১১৭ নং জাতীয় সড়কে পেছন থেকে বাইকে করে এসে মোক্তার সেখের জামাই হারুন সর্দার ও জামাইয়ের ভাই দিলওয়ার সর্দার ,সুজোগ বুঝে মোক্তারকে গুলি করে পালিয়ে যায়। গুলিবদ্ধ অবস্থায় তিনি কোনরকম বাইক চালিয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের দিকে যাওয়ার চেষ্টা করেন কিন্তু কিছুটা পথ গিয়েই রাস্তার উপর পড়ে যান । এরপর স্থানীয়বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মোক্তারকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন।
আহত মোক্তারের পরিবারের অভিযোগ, তিন বছর আগে মোক্তারের একমাত্র মেয়ের সাথে দেখাশোনা করে বিয়ে হয় হারুন সর্দারের। বিয়ের পর প্রথমদিকে তাদের সংসার ভালোভাবে চললেও পরে শুরু হয় অশান্তি।অশান্তির জেরে বর্তমানে আদালতে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে । আর সেই আক্রোশ থেকেই শ্বশুরকে গুলি করেছে জামাই হারুন সর্দার ও তার ভাই। অন্যদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।